Aadhaar Update: আধার আপডেটের খরচ কত? সরকারি রেট দেখে নিন

 Aadhaar Card Update: 10 বছর অন্তর আধার আপডেটের (Aadhaar Update) পরামর্শ দিয়েছে কেন্দ্র (UIDAI)। এর পরেই অনেকে আধার আপডেট করার কথা ভাবছেন। কিন্তু আধার (Aadhaar) আপডেটে কত খরচ হবে জানেন? সরকারি রেট দেখে নিন।

আধার কার্ডের (Aadhaar Card) বেআইনি ব্যবহার বন্ধ করতে সম্প্রতি কেন্দ্রের তরফ থেকে 10 বছর অন্তর আধার আপডেটের (Aadhaar Card Update) নিয়ম শুরু করা হয়েছে। নতুন নিয়মে প্রত্যেক 10 বছর অন্তর আধার কার্ডের তথ্য আপডেট (Aadhaar Update) করতে হবে। কিন্তু আধার আপডেটে খরচ কত? ঠিকানা, বায়োমেট্রিক আপডেটের জন্য কত খরচ হবে? অফিশিয়াল ওয়েবসাইটে এই রেট প্রকাশ করেছে UIDAI। আধার আপডেটের সরকারি রেট দেখে নিন:

নতুন আধার আবেদনে খরচ কত?

সম্পূর্ণ বিনামূল্যে নতুন আধার আপডেট করা যাবে। এই জন্য এক টাকাও খরচ করতে হবে না।

বাধ্যতামূলক বায়োমেট্রিক আপডেটের খরচ কত?

সম্পূর্ণ বিনামূল্যে বাধ্যতামূলক বায়োমেট্রিক আপডেট করা যাবে।

বায়োমেট্রিক আপডেটের সঙ্গে ডেমোগ্রাফিক আপডেটে খরচ কত?

বায়োমেট্রিক আপডেটের সঙ্গে ডেমোগ্রাফিক আপডেট করতে চাইলে 100 টাকা খরচ হবে।

ডেমোগ্রাফিক আপডেটের খরচ কত?

আধারে শুধুমাত্র ডেমোগ্রাফিক আপডেট করতে খরচ হবে 50 টাকা।

ই-আধার ডাউনলোড ও A4 শিটে কালার প্রিন্টে খরচ কত?

ই-আধার ডাউনলোড করে A4 শিটে কালার প্রিন্ট করতে খরচ হবে 30 টাকা।

UIDAI জানিয়েছে এই রেট দেশের সব আধার এনরোলমেন্ট সেন্টার ও আধার আপডেট সেন্টাররে প্রযোজ্য হবে।

এদিকে আধার সেলফ সার্ভিস পোর্টাল থেকে বিনামূল্যে ঠিকানা আপডেট করা যাবে। যদিও ব্যবহারকারীদের সুবিধার্থে UIDAI আরও কিছু আপডেট অনলাইনে করার সুবিধা নিয়ে এসেছে।

জেনে রাখা প্রয়োজন সারা জীবনে মোট 2 বার আধারের নাম বদল করা সম্ভব। এছাড়াও একবার বদল করা সম্ভব লিঙ্গ। জন্মের তারিখও একবারই বদল করা যাবে। তবে চাইলে যতবার খুশি বদল করা যাবে ভাষা। এই সব কাজেই নির্দিষ্ট নথি প্রমাণ হিসাবে জমা দিতে হবে। এছাড়াও OTP-র মাধ্যমে করতে হবে অথেন্টিকেশন।

তবে অনলাইনে আধার সেলফ সার্ভিস পোর্টালের মাধ্যমে ঠিকানা আপডেটের সঙ্গে অন্য কোনও তথ্য আপডেট করতে চাইলে 50 টাকা খরচ হবে। একসঙ্গে একাধিক তথ্য আপডেট করলে সেটাকে একটা আপডেট হিসাবেই ধরবে UIDAI। ফলে 50 টাকায় কাজ শেষ করা যাবে। অনলাইনে আধার সেলফ সার্ভিস পোর্টাল থেকে আপডেটের সময় শুধুমাত্র অনলাইন মোডেই পেমেন্ট করা যাবে। আধার আপডেটের রিকুয়েস্ট সাবমিট করার সময় করতে হবে এই পেমেন্ট।

তবে জেনে রাখা প্রয়োজন 10 বছর অন্তর আধার আপডেট বাধ্যতামূলক নয়। কেন্দ্রীয় ইলেকট্রনিক ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের তরফ থেকে সম্প্রতি জানানো হয়েছে আধার আপডেট সম্পূর্ণ ঐচ্ছিক, কোন ভাবেই বাধ্যতামূলক নয়।

CSC VLE Friends group we will help each other by sharing knowledge and information.  Day by day, share new work information and stay with each other. If anyone has any query or any difficulty, we will help each other.

Facebook: https://www.facebook.com/groups/vlefriends/

Telegram: https://t.me/VLEFriends


Previous Post Next Post

Contact Form